গর্ভগৃহে
রতন সেনগুপ্ত
কে কাকে প্রতিশ্রুতি দিল কে কাকে কথা
আচমকা শরীর ছুঁয়ে গেল শীতল বারতা
জেগে ওঠে তেষ্টার আদিকাল
আমার স্বদেশ আমার আকার প্রকার
ঘুম ভেঙ্গে জেগে ওঠে শেষ ঈশ্বর
জিয়োন কাঠির পালা শুরু হলো বলে
চতুর্দিকে ভাবনা উলুধ্বনি তোলে
জল নামে জলের শরীরে
বাড়ে নোনা ফল
বাদাবন শিকড় বাড়ায় বহুদূর ঘুরে শহরাঞ্চল
লালসার জিভ জানে এ দীর্ঘস্থায়ী অববাস
আশ্বাসে বাড়ে
গর্ভগৃহ নুড়ো জ্বেলে নড়েচড়ে
দৈবই শেষ আড়কাঠ
জাহাজের অপেক্ষায় দিন গোনে
সুনিপুণ অমনিবাস জাল ফেলে নিম্নজলে
গণতান্ত্রিক বৃদ্ধাবাস থাকে মাছের আশায়
হরির লুঠের বাতাসা ওড়ে সোচ্চার