কবিতা-
চন্দ্রালোকিত রাত্রি
কলমে- মাহফুজা পারভীন মনি

হঠাৎ একদিন চন্দ্রালোকিত রাত্রি
এসেছিল নিঃশব্দে
সময়ের সাঁকো বেয়ে
ভাসতে ভাসতে
সে পৌঁছেছিলো
তোমার অলিন্দে!!
ক্রমশ ওজন হারিয়ে
তুমি তখন শূন্যতার
ওজন মাপছো
ঠিক সেই সন্ধিক্ষণে
তোমার হাতে হাত
রাখলো অনাকাংক্ষিত
জ্যোৎস্না….
তারপর কতো শতাব্দীর
গন্ধ মাখা ছায়াপথ ধরে
অনন্ত পথ হাঁটা চলা
ইথার তরঙ্গে সূক্ষ্ম স্থূল
অনর্গল কথাবার্তা!!
শূন্যে ঝোলা রাত দুপুর
নদীর সাগরে মিশে যাওয়ার
শব্দ শুনেছে
বিস্তৃত বনরাজির দিগন্তের সাথে
মিলন দেখেছে
আরো কতো কি দেখেছে
পড়ন্ত সময়ের সবকিছু কি
মনে থাকে,,?
যা ভোলার নয় তা হলো
জ্যোৎস্না ক্রমে ম্লান হয়
গলতে গলতে মিলে যায়
ভোরের আবছা আলোয়
সবই পরিস্থিতির বাধ্যবাধকতা
ক্রমশ প্রস্ফুটিত আলোয়
দণ্ডায়মান প্রলম্বিত ছায়া
পূর্ণিমার ভরা কোটাল
পরিপূর্ণ জোয়ার
দূরে ট্রাক্টরের শব্দ ধ্বনি
তোমাকে জানিয়ে দেয়
এখন ভরা চাষের মরশুম।
তারিখ–২১.৩.২০২৩

Parvez

By Parvez

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *