কলমেঃ সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি)

অন্তরে মানুষের জন্য সুনিবিড় প্রেম,
চিরস্মরণীয় মানব সেবায় বিবেকানন্দের নাম।

জীবনে তিনি যে বৃহত্তম কর্মক্ষেত্র করেছেন রচনা,
এতে হিন্দু মুসলমান,
উভয় সম্প্রদায়ের মেলে প্রমাণ;
সংস্কার চেষ্টা, এত সাধনা।

বর্তমান জগতের জ্ঞান ও কর্মে আমাদের দূর্বল অবস্থান,
জাগরণের গতিকে স্তিমিত করেছে;
নেই হিন্দু মুসলিম সমস্যার সমাধান।
বাংলার জাগরণে হিন্দু ও মুসলমান,
মুক্ত মন নিয়ে এগিয়ে ;
জাতি হিসেবে চাই অসাম্প্রদায়িক অবস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *