চেনা অচেনা
ইরিনা নাজনীন
তাং-২৮/৮/২২
——————–
যেই শহরে,প্রতিটি নিঃশ্বাসের অক্সিজেনে
জীবাণু মিশ্রিত হয় হৃদপিন্ডে,
সেই শহরে,মানুষের হৃদয়ে স্বার্থহীন
ভালোবাসা জীবিত থাকার কথা নয়!
কাউকে ভুলতে না পারাটা ব্যক্তির
ডানপিঠের রোগ!
অভ্যাস বদল করে ভুলতে পারাটা
বিবর্জিত মস্তিষ্কের ক্ষরণ।
এক পশলা বৃষ্টির শব্দটা সবার কাছে নই
নৃত্য নিকেতনে ঢোকার ফাঁদ!
বৃষ্টি তো মহাকাব্য যুগান্তরের ঘূর্ণিপাকে,
মহা সৃষ্টিতে উদ্ভাবনী প্রেরণা।
কালজয়ী সাহিত্যে নোবেল শান্তিতে
অবদান রেখেছেন যাঁরা!
উন্মুক্ত বেদনায় বিছিয়ে যাতনা,
অমরত্ব প্রতিষ্ঠা করেছেন তারা।
স্বর্গ মর্ত্যের মাঝামাঝি অবস্থান নিয়ে
পণ করেছেন যারা,
বিবাগী বিভ্রম মতিভ্রষ্ট অসম্ভব কিছু
তিক্ততায় অধিগ্রহণ জ্বলজ্বল প্রমাণিত তারা!
চেতনা পরিকল্পনায় অযাচিতভাবে ওদের জন্য
কিবা প্রাপ্তির যোগ্যতা নিরুপণ হবে?
পথিক হৃদয় ছুঁয়ে ছুঁয়ে পড়ে দেখা অদেখায়
কেবলমাত্র শ্বেতাঙ্গদের বৈষম্যতায় যাচে!
চেনা শহরের নিখোঁজ হবার গল্প অল্প স্বল্প
পরিবর্তন হওয়ার কাহিনি বিচিত্র দৃশ্যের বর্ননা,
ক্ষেত্র বিশেষ পরিমার্জন বিভাজনের বিব্রতবোধ
বেসামাল টালমাটাল রং বেরঙের নানান ঘুড়ির টানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *