কলমে – দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
তারিখ -০৫/০৯/২০২২
চেতনা আমি নিয়েছি শপথ,
মানবতার হবে জয়,
হবে নতুন প্রভাতে নির্মমতার
নিদারুণ পরাজয়।
বিচ্ছিন্নতা ও গ্লানি বিভেদের
নিন্দিত উত্থান,
মানবতার দীপ্ত অগ্নিশিখায়
হবে নিশ্চিত ম্লান।
সব স্বার্থবাদী আর শোষকের
নিশ্চয় হবে ক্ষয়,
জ্বলবে আলো ঐকতানের
সত্যের বরাভয়।
মিলেমিশে সবে হবো একাকার
চির দুর্বার দুর্জয়,
মোরা একসাথে হবো আগুয়ান
রুখতে বিপর্যয়।
প্রেম ও প্রীতির অটুট বাঁধনে,
মিলি সবে অশুভ নিধনে
গাহিব সংগীত সমবেত স্বরে
মানবতার হবে জয়,
আজি মানবতার হবে জয়।।