কলমেঃ সুলতানা রাজিয়া

পয়সাহীন মানুষের কোন মূল্য নাই,
প্রশান্তিময় স্নিগ্ধ জীবন প্রত্যাশায়;
সপ্নের কথা শুনাই।

ভবিষৎ জীবন গড়ে তোলার সংকল্প,
নিজেকে মনের হয় বড্ড নিঃসঙ্গ।

জমাট বাঁধা বেদনার দীর্শ্বাস রয়ে গেল অন্তরে,
ঝলমল জীবনের ছোঁয়া পেতে হতাশ হয়ে পড়ে।

ঠিকানা নেই;নেই জীবনের নিশ্চয়তা,
সব হারিয়ে সর্বহারা
হায়! অসহায় জীবন গুলোই জটিলতা!

শুধু কল্পনার রাজ্যে স্বপ্নের জাল ভীড় করে চোখের পর্দায়,

ভাসমান ডিঙ্গি নৌকাগুলো যেন ভাসছে নদীবক্ষে;
আর দাঁড়িয়ে আমি নদী কিনারায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *