কবিতা:- তোমার মুখছবি
কলমে:- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
নীহারিকা, কোলকাতা, ভারত
তারিখ :- ১১/০৯/২০২২
ভালোবাসি যারে সেতো তোমার মুখের ছবি
স্পর্শ গন্ধ অনুভূতিহীন যেন তৈলচিত্রে রবি।
মোর খুশিতে মুচকি হাসে হৃদে নিবিড় প্রেমে
দুখে কাতর হলেও দেখি হাসি যায়না থেমে।
দমকা হাওয়া ঢুকলে ঘরে দুলতে থাকে ছবি
দুরুদুরু বুক কাঁপে থর হিয়া দুর্ভাবনায় কবি।
গভীর রাতে ঘুমের মাঝে স্বপনের আলিঙ্গনে
শয্যায় আসে ছবির মুরতি নিঃশব্দে গোপনে।
কোমল স্পর্শে ললাটখানি স্পন্দিত হয় প্রেমে
ঘুম ভাঙে চোখ খুলে দেখি ছবি আছে ফ্রেমে।
চেতনায় নয় অবচেতনে, স্মরণে শয়নে স্বপনে
প্রেমডোরে বাঁধে বিরহিনী প্রিয়া হৃদয় বন্ধনে।
দিনে রাতে তাকিয়ে থাকে অপলক দুই চোখে
যেন বুঝবে মনের ব্যথা আছি সুখে না দুখে।
নীরব তুমি সঙ্গিনী মোর ঝগড়া বিবাদ হীনা
তোমায় পেয়ে ধন্য আমি বাজায় মনের বীণা।।
======