“তোর কারনেই বন্ধু”
———————জেসমিন দীপা~
তোর কারনেই জনম আমার
এই যে বেঁচে থাকা,
তোর কারনেই মরন আবার
রঙহীন ছবি আঁকা৷
তোর কারনেই দিবানিশি
সকাল থেকে সন্ধ্যা,
তোর কারনেই বাজে বাঁশী
তুই বিহীন বন্ধ্যা৷
তোর কারনেই জোয়ার ভাটা
নদীর বুক জুড়ে,
তোর কারনেই থামা হাঁটা
জ্বরে হৃয়দ পোড়ে৷
তোর কারনেই বাঁচতে পারি
আরো পারি মরতে,
তোর কারনেই জিতি হারি
ভাঙ্গা আর গড়তে৷
তোর কারনেই শুস্ক জীবন
পাতা ঝরে পড়ে,
তোর কারনেই মিথ্যে ভুবন
কাল বৈশেখী ঝড়ে৷
তোর কারনেই বর্ষা আসে
নদীর প্রাণ উচ্ছ্বাস,
তোর কারনে শ্রাবণ মাসে
আছড়ে পড়ে জলচ্ছাস৷
তোর কারনেই আমার দু’চোখ
আশায় জেগে থাকে,
তোর কারনেই সুখের অসুখ
জীবন নদীর বাঁকে৷
তোর কারনে জীবন আঁধার
গভীর নিকষ কালো,
তোর কারনেই আলো’র পাথার
ভাঙ্গা ঘরে জ্বালো৷
তোর কারনেই আজও আশা
বুকে পুষে রাখি
তোর কারনেই ভালোবাসা
আমার ময়না পাখি৷
———————
১০/৮/২০১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *