থেমে_গেছে_সব_পথ
এইচ, এম আনোয়ার
থেমে গেছি আজ চিরকালের জন্য
হাঁটার পথ রুদ্ধ হয়ে গেছে অবশেষে
যে পত্থে তাঁকাই তোরই ছবি ভাসে
সব পথ তোর সাথে চলা তাই।
হাঁটতেই কলিজায় মোচর লাগে
পাশে নেই তুই বলে আজ।
গাছের ফুল গুলি চুপসে গেছে
পাখীরা গাছে গায় না গান আর
ভ্রমর গুনগুন ভুলে গেছে ঠিক
তোর চলে যাওয়ার বিরহ- ব্যথায়!
সবুজ বৃক্ষরাজি ঝরে দেয় পাতা
তুই হেঁটে যাস না এ পথে তাই;
সবুজ ঘাস বিছানা তুলে তুলে
মাটির পিঠ দেয় কেবলি পেতে-
মগডালে কোকিল বেসুরো গায়-
ময়ূর পেখম তোলে না এ বরষায়;
গাঙের অথৈ জলে দেয়না দোলা
পুবালি প্লাবনের পাগলা হাওয়া;
পাড় ঘেষে ধরলার স্রোত ধীরে বয়
তোর জলকেলি আজ নেই তাই।
পথ যেন পথ নয় আমার এখন
তুই হীনে ফাঁকা আজ মনের গহীন!
সব পথ মাড়িয়ে আড়াল কেন,
কানাগলি রেখে মোর পায়ের গোড়ায়?
অথচ অতিথির মত এসে তুই
চলে গেলি স্মৃতির বারান্দায়!