এইচ, এম আনোয়ার
“‘”””””””””””””””””””””””””””
ধূসর স্মৃতি হাতরিয়ে আজও বাঁচি,
তবু যাচিনা আর তোমায় ক্ষোভে;
অবোধ কিশোর বুকে প্রণয়ের তোলপাড়-
তুমিই তুলেছিলে অনাহুত অতিথি হয়ে!
পঞ্চমে বান্ধবী হলে নোটিশ ছাড়াই,
আমার হৃদয় অঙ্গনে মানিনি বান্ধবী,
তোমার হৃদয় স্ক্যানারে ধরা পড়ে-
কিশোরের নিখাদ অসম প্রেম প্রথম!
মুক্তিযোদ্ধার অভিনয় করা পোক্ত তুমি-
কৌশলে এড়িয়ে চল আমায় বুঝি,
তবু বেহায়া মনে তুমিই ছিলে-
দুচোখের ঠিক মনি হয়ে হামেশাই!
শ্রেণির প্রথম বেঞ্চ দখলে মোদের,
তবে ব্যবধান বেড়েছে ঢের আজ;
সরকারী মাইনে ধারী তুমি অথচ-
বেকার বাক্সে বন্দী আমার নাম!
পুরান বাড়ির পুকুর পাড়ের দোলনায়,
তোমার দুলুনির নেশার গতি কমে-
আমার সাইকেল বেলের টুংটাং শব্দে;
জানি তুমিও ছিলে সাইকেলিংয়ে পটু!
তিন হাজার ভোল্ট ব্যাকআপ তারের-
মারের দাগ মুছেনি পীঠে আজও;
অথচ অন্য কারুর হলে তুমি-
কত সহজেই সাজিয়ে বাসর হেসে!
স্বান্তনার পিঁড়িতে আশ্রয় দিলে আমায়,
বন্ধুর টপ লিস্টে রেখে নাম!
তবু বলোনি ঠোঁটের ফাঁক গলে-
ভালবাসি তোমায় প্রিয় বন্ধু আমার!!