· কবি- প্রকৌশলী সরদার সায়িদ আহমেদ
কি ছিলো বিধাতার অন্তরে আজো হয়নি জানা
কেন সৃষ্টি করিলেন মোরে নাম দিয়ে পরগাছা
শাঁখের করাতে বাস, পাই না কারো ভালবাসার ঠিকানা
অন্যের আশ্রয়ে অপবাদ নিয়ে কতকাল যায় বাঁচা।
উদ্ভিদ বিজ্ঞানে মোরে ভিসকাম এ্যালবাম কহে
আদিবাস ইউরোপ আর দক্ষিণ-পশ্চিম এশিয়া জুড়ে
ইউরোপের পুরান-কিংবদন্তিতে যার নাম লেখা রহে
তেরশত জাতের পরগাছা দেখতে পাবে দুনিয়া ঘুরে।
অধুনা কর্কটরোগ চিকিৎসায় পরগাছার অবদান
স্বীকার করতে চিকিৎসা বিজ্ঞানে নেই দ্বিধা
নির্ঘুমরাতের নিরাময় তাও মিলবে এর নির্যাস পানে
অপেক্ষা শুধু সময়ের, বৈজ্ঞানিকের চেষ্টা চলছে সদা।
তবুওকি তোমরা পরগাছা বলে অপবাদ দিবে মোরে
আমি পরগাছা হয়ে থাকতে চাইনি, চেয়েছি মুক্তজীবন
বিলিয়ে দিয়েছি তোমাদের মাঝে যাকিছু ছিলো নিজ ঘরে
এবার ক্ষান্ত হও, খড়গ করো অস্তগামী, নির্মূল করোনা বীণ।