কবিতা-বলতে_পারিনি_আজও
—- এইচ, এম আনোয়ার
০৫- ১২- ২১ খ্রিঃ
ভুলে গেছো বাদলা দিন-
চিলেকোঠায় দমফাটা হাসির গল্প;
ঝড়ের রাতে মিলিত দু’হাতে-
কুড়াই কাঁচা- পাকা আম।
বিজলির শব্দে তাড়িত তুমি
জড়াও আমায় আলতো বুকে।
শানিত বুকে তখন আমার-
জাগে কত প্রেম- প্রেম স্বপ্ন;
অথচ তখনও তুমি বুঝতে না
এসবের কিছুই তেমন।
শিমুল কুড়ানো ভোরে আড়চোখে
তোমায় দেখি; শিমুল ফুল আর তুমি
একাকার করে মন নিয়ে গেলে!
গত হলো কত কাল ভাবনায় তবু
মনের কথা পাড়তেও পারিনি মুখে,
জুড়ে দাও যদি তুমি কান্নার পাহাড়।