বলোনা কখনো
রতন সেনগুপ্ত
এখন শান্তি দেয় না কোন কবিতার লাইন
দেশ নেই, মিথ্যা নিবেদন, প্রেম নেই, সব একান্ত গোপন, ভুল স্বপ্নে উচ্ছিষ্ট আপন ধর্মতলা
মূর্খ-স্বপ্ন সব কুবেরের তলাপাত্রে বাটি পাতে
পদলেহন আর ভিখারি সমাজ
এ মাটিতে গোলাপের চারা পোঁতে স্বপ্ন-বিলাসী
অথবা দালাল, কুৎসা জড়ান ভাঁড় সু-অভিনেতা
চালু রাজনীতিবিদ ক্ষমতা ক্ষমতা,ইত্যাদি সু-সমাচার
এসময় কবিতার কাণ্ডজ্ঞান কাটে, বাটে প্রচার সবিতা
মেরুদণ্ড বেঁকিয়ে পুরষ্কার নেয় গায় ক্লীবকীর্তন
ঢপযাত্রা সঙ্গে করে হাঁটে বোঝে সুযোগ সময়
যেখানে যথায়
প্রেমপত্র লিখিনা , ভুল হয় বানান শব্দবোধ
তোমাকে চাই বলে ভুলিনা গোলাপের মাটি প্রয়োজন
পথ খুঁজি, খুঁজি কম্পন,স্ফুলিঙ্গর উল্লম্ফন
তুমি পথে থেকো,আমৃত্যু নিবেদনে ইতি বলোনা
কখনো