কলমে—জয়া গোস্বামী
অলোকেন্দু শুনছো স্মৃতিগুলো আজ বন্দি করলাম নিশিরাতে মনের ক্যানভাসে,
কখনো অশ্রু হয়ে, কখনো বুকের যন্ত্রণা নিয়ে বিভোরে
ধরা দিলো আজ খুব গোপনে।
নিরবে নিভৃতে আমার কাছে বলো, কিসের একাকীত্ব!
আমার বুকের গোপন ভাঁজে যে যন্ত্রণাগুলো আছে
ফিরে ফিরে পথ ভুল করে আসে আমারই কাছে?
জানো!
মাঝরাতে ভালোবাসা আমার কাছে ডুকরে ডুকরে কাঁদে,
তোমার অনুপস্থিতিতে,
প্রতিধ্বনিত হয় তোমার কণ্ঠস্বর৷
মনের অজান্তে আমার কানে, কোন রিদিমে বাজে বলো না অলোকেন্দু?
আমি ভালোবাসাকে মুক্তি দিতে চাই এই মহেন্দ্রক্ষণে।
প্রহর ঘোষণা হোক আজ নিঃস্তব্ধতায় ,,,,,,,,,,,,
আমার জন্য রাতের পর রাত, তোমাকে যন্ত্রণা ভোগ করতে আর হবে না!
শুধু একটিবার বলে যাবো ভালোবাসি তোমাকে,
আর কোনদিন ভালোবাসা রচনা
করতে হবে না খাতার পাতাতে!
যাবার পথটা এতো কন্টকময়, পথ চলতে আমার ভীষণ কষ্ট হয়।
মনে হয় তপ্ত বালিতে কেবল পা দিয়ে ফেলছি৷
আকাশ বাতাস কাঁদছে আমার ফেরার কথা শুনে।
আমি ফিরে যাচ্ছি অলোকেন্দু,
সবাই কে জানিয়ে গেলাম, আমার ভালোবাসা ছিল কতো পবিত্র।
আমার হৃদয়ের ডাকে তুমি সাড়া দাওনি অলোকেন্দু!
না, আর বলবো না ভালোবাসার কথা!
তুমি কি জানো?
আমার মৃত্যু পরোয়ানা জারি হয়েছে!
আমার ফিরে যাবার আগে, আজ তুমি মনের অজান্তে এসেছিলে এতটুকুইতো চেয়েছিলাম !
এই সুখটাই না হয় থাক আমার একান্তে মনের বিজন ঘরে অ*লো*কে*ন্দু,,,,,,,,,,,,,,