কবিতা-
বৃষ্টি বিলাসী মন
কলমে- মাহফুজা পারভীন মনি
শ্রাবনের মেঘে ঢাকা আকাশ” বৃষ্টি বিলাসী মন
করে আনচান –মানে না যে কোন বারণ
উড়ে চলে নীল- সাদা মেঘের ভেলায়
হারাতে চায় এ-মন আজ দুর অজানায়।
চলো তবে হারিয়ে যাই ঐ নীল দিগন্তে
মনের গহীনে কোন ঠিকানাবিহীন সীমান্তে
যেখানে খুঁজে পাবে না কেউ আমাদের
হারিয়ে যাবো সেই স্বপ্নের ঠিকানায়
যেখানে রয়েছে আমাদের স্বপ্নে বোনা
ছোট্ট সুখের নীড়। সেই নীড়ের উঠোনে
চলো– ভিজি হঠাৎ ঝড়া বৃষ্টিতে।
এসো করি স্নান দু’জনে মিলে সুখের নোনা জলে
ভেজা শরীরে লেপ্টে থাক আমার শাড়ির আঁচল
তোমার হাতের স্পর্শ- আমায় শিহরিত করুক
হৃদ স্পন্দনটা আরো দ্রুত গতিতে বেড়ে উঠুক।
ঝরে পড়ুক সকল বিষন্নতা-বিলীন হোক সকল কষ্ট
রয়ে যাক তোমার হাতের স্পর্শ-ভালোবাসার অতলে।