কবিতা -ভালোবাসা মানেই ভালোবাসা
কলমে -অবনীতা রায় চক্রবর্তী।
ভালোবাসা কখনও যোগ্যতা হয় না।
ভালোবাসা কখনও সৌন্দর্য হয় না।
ভালোবাসা কখনও বয়স হয় না।
ভালোবাসা আলাদা কোনো সম্পর্ক হয় না।
ভালোবাসা শুধুই একটি মিষ্টি হৃদয়ের সম্পর্ক।
সেখানে আলাদা ভাবে শ্বাস নেয়া যায়।
ইচ্ছে মত মনের গভীরতায় পৌঁছানো যায়।
সেখানে একটি সুন্দর পৃথিবী
একটি আকাশ,
একটি সমুদ্র খুজে পাওয়া যায়।
সেটা শুধু মাত্রই হৃদয়ের সম্পর্ক থেকে।
সেখানে আলাদা ভাবে অন্য কিছুর প্রাপ্তির আশা করা যায় না।
কোন লোভ, কোন অহংকার, কোন যৌনতা খুঁজে পাবেন না।
শুধুই হৃদয়ের গভীরে, প্রশান্তি অনুভব করতে পারবেন।
শুধুই প্রশান্তি আর কিছু না