কবিতা-

ভালোবাসি প্রকৃতিকে

       কলমেমাহফুজা পারভীন মনি

 

ভালোবাসি আকাশ আর আকাশের বিশালতাকে,

যে আকাশের বুকে

 যেমন করে একখণ্ড নীলসাদা মেঘ একে অপরকে জড়িয়ে থাকে,

ঠিক তেমনি আমিও থাকবো তোমার বুকে মাথা রেখে যুগ যুগ ধরে।

দিনের পর দিন কেটে যাবে এমনি করে সহস্র বছর।

 

ঋতু বদলাবে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।

সেই সাথে বদলাবে তোমার রঙ,

শুধু বদলাবো  না আমি এবং অমার ভালোবাসা।

 

গ্রীষ্মেরতাপাদহে আকাশটা যখন তৃষ্ণার্ত হবে

ঠিক,তখন আমি তোমার প্রেম পিয়াসু হয়ে তৃষ্ণা মেটাবো।

বর্ষায়জমবে কখনও ঘন কালো মেঘ,

সেই মেঘের বর্ষণে আমার ভালোবাসার বৃষ্টি ঝরবে অঝোরে।

 

আবার শরতের আকাশে যখন

চলবে নীলসাদা মেঘের লুকোচুরি খেলা,

আর নদীর পার ঘেঁষে

নীল আকাশের কাছেই দেখা যাবে কাশফুল গুলো।

 

হেমন্তেরআকাশটা সেতো আরও মোহময় হবে,

রাতের আকাশে থাকবে তাঁরার মেলা

আর চাঁদের আলোক ছটা

শীতেরআকাশটাও

ভারী মিষ্টি কুয়াশায়  আচ্ছন্ন হবে

আর ঠিক তখন আমি ঠাঁই নেবো তোমার বুকে,

শিশিরে ভেজা ঘাসগুলো তরতাজা হবে।

 

বসন্তেরআকাশটা যেন পরিপূর্ণতায় ভরা,

নির্মল বাতাস, মিষ্টি রোদ, কোকিলের ডাক-

ভালোবাসি বলেই মিশে থাকবো তোমাতে

যুগ যুগান্তরেজন্ম জন্মান্তরে ,

তোমার ছায়া হয়েতোমার মায়া হয়ে।

 

পৃথিবী যেদিন ধ্বংস হবেসেই শেষ দিন পর্য্ন্ত

আমার ভালোবাসা বেঁচে থাকবে

অক্ষয়তার পরিপূণর্তা নিয়ে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *