কবিতা -ভালো লাগার ছোঁয়া
কলমে -অবনীতা রায় চক্রবর্তী।
ভালো লাগার ছোঁয়া
শুধু তোমার স্পর্শের আড়ালে
কতো অনুভূতি তোমায় ভালোবাসি বলে।
চোখের পলক যেন বার বার
তোমার দৃষ্টি আকর্ষণর মাঝে লুকিয়ে থাকে।
আমি বহু বার বারণ করা সত্ত্বেও
আমার হৃদয়,তোমার হৃদয়ে স্পর্শ করে
কবিতা লিখে আসে ।
তোমার অনভুতির চাদরে ঘেরা
ভালোবাসার ছবি টা,
আমি বেধে রাখব লক্ষ শতাব্দীরও পরে।
নতুন ভাবনায় আলোকিত হব
আমরা দুজন,
কত স্বপ্ন, শত আশা নিয়ে
আমরা পৌঁছে যাব, আমাদের লক্ষ্য মাত্রায়।
শুধু তোমার একাকীত্বের সঙ্গী হিসেবে
আমাকে গ্রহণ কর
তোমার নতুন জীবনের সাথে।
আমি বাঁচতে চাই বহু বছর।
আমি ভালোবাসতে চাই পৃথিবীর শেষ প্রান্তেও।