মনুষ্যত্ব আনো মনে
কলমে রিতুনুর
১০/০৮/২০২২ ইং;
পৃথিবীর সব কিছু একদিন
হারিয়ে যাবে,
কালের গর্ভে হবে বিলীন…..
মানুষ দেখলে মনকে রেখোনা
করে কেউ মলিন।
মানুষের সুখে হাসো,
প্রাণখোলা মনে,
মানুষকে ভালোবাসো।
বিপদ আপদে কাছে এগিয়ে যাও,
সাহায্যের হাত বাড়িয়ে দাও
বিবেক বুদ্ধি নিজের মনুষ্যত্বকে
কাজে লাগাও।
অকারণে কারো অন্তরে দিয় না ব্যথা,
হাসি মুখে মানুষের সাথে বল কথা।
পৃথিবীর বুকে এখনো আছে
ভালোমানুষ তাদের দেখে
আনো মনের মধ্যে হুঁশ।
কারণে অকারণে কারো প্রতি
আনবে না ডেকে অবিশ্বাসের দেয়াল,
এই দিকটা তোমরা
ভালো করে রাখো খেয়াল।
আমিও দিন দিন মানুষের ভালোবাসায়
হয়ে যাচ্ছি ম্রিয়মাণ,
মনের কালিতে দিচ্ছি ধারালো সান।

Comment
Send

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *