কলমেঃ সুলতানা রাজিয়া (সান্ধ্য কবি)
আজ মায়ের কবরে নানা রঙে ফুটেছে রঙিন ফুল,
দোয়া করি পায় যেন মা’ জান্নাতের উচ্চ মাকামে কূল।
কবর খানা জ্বলছে যেন হাসছে মায়ের মুখ,
আজ সকাল বেলা দেখতে এসে; ভরে গেল বুক।
দোয়েল, টুনি, ঘুঘুর ঘুরঘুর, শুনে মনটা ভরে,
মনে হয় মধূর সুরে ডাকছে;
মা’ যেন ঐ– মোরে!
মায়ের স্নেহের ছোঁয়া পেতে; আসি নিত্যদিন,
সকাল, বিকাল, সাঁঝের বেলায় দোয়া প্রতিদিন।
১৪/৬/১৮ সালে মা’কে হারাই,
শুন্য হৃদয়ে খুঁজে বেড়াই ;
পাই যদি তারে দেখা,
চারিদিক শূন্য তবে,
তাঁর ছবি মোর; হৃদয়
ঘিরে আঁকা।
———————-