কবিতা-
মুক্ত বিহঙ্গিনী
কলমে-নাজমুল হুদা পারভেজ
তাং-১৮-০৩-২০২৩ইং।
আমি আর নিজেকে কষ্ট দেব না
ক্ষতবিক্ষত হৃদয়টাকে কারণে- অকারনে,
সমুদ্রের জলের নিক্কনে বাজাবো না রাগিনী
সুরঞ্জনা, ভুলে যেওনা স্মরণে।
আমি আর নিজেকে কষ্ট দেব না
মেঘের ভেলায় তোমার গান,
পারবে না হৃদয় কে তুষ্ট করতে
সঁপে দেব না প্রাণ।
আমি আর নিজেকে কষ্ট দেব না
যে তরী স্রোতে বাহিত,
ফেরাতে চাইবো না শূন্য শ্মশান ঘাটে
আপন গতিতে হোক প্রবাহিত।
আমি আর নিজেকে কষ্ট দেব না
সুরঞ্জনা, তোমাকে উৎসর্গ করেছি,
ভালবাসি বলেই অভিশাপ দেব না
ক্ষত হৃদয়টাতে আগুন জ্বেলেছি।
আমি আর নিজেকে কষ্ট দেব না
সুরঞ্জনা, তোমাকে মুক্তি দিলাম,
মানিয়ে-মেনে নেয়ার কারণে-যদিও ভুলেছো
ভুলেও ভেবোনা কি পেলাম?
===========