কবিতা-
মৃত্যু কূপে ভালোবাসা
কলমে: নাজমুল হুদা পারভেজ
তারিখ: ২৬ মার্চ ২০২৩ ইং।
কাজল টানা দুটি চোখে
নদী বয়ে যায়
উথাল পাথাল প্রেমের ঢেউ
ওঠে, হৃদয় মোহনায়।।
চোখের তারায় অনেক কথা
কষ্ট -দুঃখ জড়িয়ে
স্বর্গ সুখ খুঁজছো তুমি
জীবন পারে দাঁড়িয়ে।।
চোখ মেলে দেখো প্রিয়া
মেঘের আড়ালে সূর্য
ধরতে হলে শিকল ভাঙ্গো
বাজাও প্রেমের তূর্য।।
চোখের ভাষা বোঝে না
বোঝেনা হৃদয় আহবান
কাকে তুমি গান শোনাবে
সঁপে দেবে প্রাণ?
প্রেমিক পুরুষ অনেক আছে
প্রেমিক নারীর মতন
বিশ্বাস শুধু হারিয়ে গেছে
হয়েছে প্রেমের পতন।
প্রেম মানেই দেহ এখন
যেন, হৃদয় উপেক্ষিত
মৃত্যু কূপে স্বর্গীয় প্রেম
হচ্ছে আজ নিমজ্জিত।
=======