কবিতা-
যায় না তো ভোলা
কবি-নাজমুল হুদা পারভেজ
লেখার সময়ঃ-রাত ১২টা ২০ মিনিট।
তারিখ-১৬/১২/২০২১ইং।
বিচিত্র পৃথিবীর প্রাণীকুলের মাঝে মানুষের জীবনটা
ব্যারোমিটারের পারদের মতো ওঠা নামা করে
কখনো নিদ্রার পিঠে অনিদ্রা ধরায় সুখ স্বপ্ন
একপেশে ভালোবাসার জ্বালায় অনেকে পুড়ে মরে।
হাঁটতে-চলতে, কাজে-অকাজে,সময়ে-অসময়ে
কল্পনায় একপেশে নায়িকা কিংবা নায়কের হাত ধরে
ভালো লাগার পাহাড়ের চূড়ায় সাদা মেঘ ছুঁয়ে যায়
ভালোবাসার উন্মাদনায় নিজেকে হারিয়ে শূন্যে উড়ে।
প্রতিদিন রাতে মনে হয়, একটা গোলাপ ফুল নিয়ে
দাঁড়াবে সামনে, ওর কলেজ যাওয়ার পথে-
কি এমন কঠিন কাজ? বুকে একটু সাহস নিয়ে
রাস্তা আগলে মিষ্টি হাসি অধরে, তুলে দেবে তার হাতে।
প্রতিদিন রাত কেটে যায়, বুকে সাহস জোগাতে ভোর হয়
ঘড়ির কাঁটায় সময় গড়িয়ে সকাল ৯টা বাজে-
গোলাপ ফুলটা হাতে নিয়ে বারান্দায় থাকে অপেক্ষায়
চোখের সামন দিয়ে চলে যায় সে, ফুলটি দেয়া হয় না লাজে।
সিদ্ধান্তহীনতা কাউকে ধরে রাখতে পারে না চিরকাল
প্রতিটি জীবনে একদিন সানাই বাজে- ফোটে ফুল
সকালে ফুল হাতে বারান্দায় এসে দেখে, বিয়ের গাড়ি
চলে যায় বুকের উপর দিয়ে,সে দিনই ও যেন হারায় কুল।
এরপর থেকে, এক তরফা ভালোবাসার নিদারুণ আগুনে
পুড়ে অন্তর-জীবনটাকে বৃথা মনে হয়, সময় গড়ায় জীবনের লাটিমে
থেমে থাকে না কিছুই, বয়স-আবেগ সব কিছু বদলে যায়,বদলায় দিন
শুধু ভোলা যায় না- প্রথম ভালো লাগা আর ভালোবাসাকে জীবনে ।