কবিতা-
রমজানের তাৎপর্য
ইরিনা নাজনীন
তাং-২৩/০৩/২৩
———————-
বছর টা যেন ছোট হয়ে জীবন পরিক্রমায়
এলো মাহে রমজান—–
নেক পাল্লায় উঠবে যত আমল আমরা করি
এগারো মাসের কৃতকর্মের জয়গান!
জন্ম আমার নেক হায়াত নিয়ে সত্য ন্যায়ের
লাগাম রশ্মি টেনে,
মিথ্যা বাহাদুরি কয়দিনের ভুলি দ্বিধা দ্বন্দ্বের দৈবীরূপ
সহজাত প্রবৃত্তিতে আসন গড়ি।।
এত সাজ গোঁজ, এত আধুনিকতা রংমহল করি-
সভ্যতার অপরিণত তদভব রূপ লালসায়,
প্রভু প্রেম করি অকপটে বিলীন!
কিসের জন্য করো এসব বয়স কি তোমার কুড়ি?
হাই সোসাইটিজ শুধু পাপের বস্তাবন্দি-
তোমার ইহকালের তলা শূন্য,
বিবেক কে জাগ্রত করে দেখো,
তুমিই ক্ষতিগ্রস্ত,তোমার উদরস্থ শিরন নির্বিশেষে
তুমি ধূম্রজালে পদদলিত।
সারা মাস করলে রিপুর তাড়িতকণা বিলিয়ে
পূর্ণের ঘর শূর্ন্যতায় হাহাকার শুনি কু-ঝিকঝিক শব্দ
আসমানী নহর জিততে তুমি ব্যর্থ!
রহিত করো পাপের বিনাশ,সময়ের ঘড়ি চলমান
আসছে মাহে রমজান জাগ্রত হোক তোমার
অন্তর আত্মা,দুল্যোকে নই করি আল্লাহর গুণগান।
মেহেরবান মহিয়ান রহমত রমজান মাস
এসো করি মন প্রেম পবিত্র,কোরআন হাদীসের আদর্শে
ইসলামের ইতিহাস বুকেতে নিয়ে এক হয়-
সারা মুসলিম সারা বিশ্ব সকল জাগ্রত মানব।।