কবিতা-
                   রুগ্ন অনুভূতি
                             কলমে-সরদার আব্বাস উদ্দিন
অনুভূতির কায়া কখনো দেখেছো,
ছুঁয়ে দেখেছো অনুভূতির হৃৎপিন্ড?
জানি ধারণার পরিসীমায় মেপে তাকে রুগ্ন ভেবেছো।
অথচ আমি রোজ অনুভব করি অনুভূতির সক্ষমতা,
আমি ছুঁয়ে দেই তার গর্দান
আমি পোস্টমর্টেম করি অনুভূতির শেষ পরিণতি,
আমি ডুব দেই,
সাতার কাটি অনুভূতির হিমশীতল মোহনায়।
তুমি বেশ আছো বলে যাকে অবহেলায় হারালে,
সেটা তোমার পুড়ে যাওয়া অনুভবের অনুভূতি,
ইন্দ্রিয়গত সকল স্তরেই ছিলে,আছো,হয়ত থাকবে,
মাঝপথে নির্বাক অনুভূতির কবলে নিজেকেই হারাবে।
শ্রাবণ দিয়েছিলাম- আমার অনুভূতির নীল নদের বাষ্প থেকে,
শুধু বরষণ ভেবে হওনি চাতক খুইয়েছো নিজের নিজেকে,
সন্ধ্যা নামিয়ে তুমি হলে পরিশ্রান্ত ডাহুক,
রাত্রিগুলির অনুভব শুধু আমার অনুভবে থাকুক।
আসুক রাত,জেগে উঠুক তিমির,
পাশেই রইব,কাছেই আসব
তুমি ভাববে এতো একবিন্দু শিশির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন