এইচ, এম আনোয়ার
“”””””””””””””””””””””””””””
মনের আকাশে নীলিমায় ঢেকে গেলে-
কপোলের ভাঁজে খুনসুটি হাসি নিয়ে;
শিশিরস্নাত হাতের পরশ মেখে তুমি,
প্রজাপতির ডানায় লিখলে আমার নাম!

চাঁদনি রাতের কোমল শরীর ছুঁয়ে-
এলিয়ে দিলে মনের জমিন আমায়;
তাই ভাসালাম অকূল গাঙে পাড়ি-
প্রণয়- তরীর রঙীন পালের নায়ে!

রঙধনুর সেই রাঙা বিকেল জুড়ে-
আসলে আমার হৃদয় আকাশ ঘুরে;
দিলাম তোমায় নিলাম করা মন-
নাম জারীটা রাখলে তবু বাকি!

ঠোঁটের কোনে গুপ্ত হাসি রেখে-
যেই বলেছো আসতে পারো তুমি;
ঠিক সেদিনই বুঝে নিলাম বেশ,
চষাও তুমি অন্য হৃদয়- ভূমি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *