কবিতা-
লোনা জলে জোঁক
শৈলেন্দ্র নাথ সরকার
কাশিপুর, ফুলবাড়ি
কুড়িগ্রাম।
তারিখঃ ২৫/০৩/২০২৩ ইং
লোনা জলে সাঁতার কাটিতে
উতস্যুক জোঁক কেন?
মরিবার তরে মরিয়া হয়ে
মরিতেই চায় যেন।
লোনা জলের জল কেলিতে
খেলিতেই শুধু চায়,
জেনেও নিশ্চিত মৃত্যু জোঁকের
ভ্রুক্ষেপ নাহি হয়।
বারে বারে মরে,মরিয়া বাঁচে
ঘুরে ফিরে শুধু যায়,
মরিয়া জীবন কেমনে সে
আবার ফিরিয়া পায় ?
বারে বারে প্রাণ প্রভূ মহান
ফিরে দেয় বাঁচিবার তরে,
বাঁচারে হেরিয়া শূন্য ধরিয়া
মৃত্যুরে সাথী করে।
সাময়িক সুখে করে নাকো যে
মহাশক্তি কভু ক্ষয়,
ভূলোক দ্যূলোক গোলোকে হায়
সেই তো মৃত্যুঞ্জয় ।।