কবিতা-
* শরীর ও জীবন *

কলমে-রতন সেনগুপ্ত
টালিগঞ্জ, নেতাজী মেট্রো ষ্টেশন
কলকাতা, ভারত।

শরীর দেবার আগে কতটা দিয়েছ অঞ্জলি
সে তোমার শুধু বৈবাহিক না প্রেম? ভেবেছ কখনও!
আধুনিক বলার আগে কতটা মানুষ
ফিরে দেখার হলে দেখ

জান্তব ইচ্ছা-তো জঙ্গল সমাচার
পরষ্পর কতটা রোপণ?
আধুনিক বলার আগে, ভেবেছ কখনও?

হাজার অপ্রেম অগ্নি-উচ্চারণে অধিকারী হয়
শুধু নিয়ম পরমপরা অর্থহীন উচ্চকিত স্বর
আজও কি মানা যায় তাকে? মানা যায় – হে দিগম্বর!
কয়েকটা বুলি শিখে ময়না খাঁচায় ঘোরে – বলে
শ্রী বৃন্দাবন

মিষ্টি মুখ, হাত কচলানো কন্যা-পিতা
কতো সহজে দিয়েছ তাকে নিবেদনে ইতি বহুবার,
বিবাহ না ক্রেতা বিক্রেতা প্রতি হাটবার

অথবা দীর্ঘ মেলামেশা শেষে আবার পাকা দেখার হিসাব বিনিময়, ছাঁদনাতলা,শুভ দৃষ্টি, শুধু পান পাতা সরে যায়
কত হাস্যকর মাননীয় বিবাহ বন্ধন
এমনি নিয়ম পুতুল খেলার
এও আধুনিক জীবন-যাপন!কি বলেন মহাশয়!

বালি পলি চুরি হয়ে গেলে বেখাপ্পা নদী
ডোবায় বন্যায়, যুক্তিহীন পক্ষঘাত জরাগ্রস্ত চেতন
ধাপার মাঠের মত উঁচু হয়ে বাঁচে
মোটা চক খড়ি লক্ষণ রেখা টানে
অক্সিজেন ফিরে যায় বন্ধ দরজা ঘরে
এইতো বন্ধন,আধুনিক স্থানান্তরে বাঁচে উৎকটি
শরীর-জীবন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *