কবিতা-
শুকিয়ে_গেছে_মালা
— এইচ, এম আনোয়ার
০৭- ০১- ২২ খ্রিঃ

চড়া দামে কেনা ফুলের মালা
শুকিয়ে গেছে ঠিক পড়াবার আগেই;
ভূবন বিজয়ী তোমার হাসির রোল
মিলিয়ে গেছে রোল ফাটাবার আগেই!
ঘর্মাক্ত কপালের প্রতিচ্ছবি ভাসে
পাশের বাড়ির ল্যান্ড ক্রুইজারের
লুকিং গ্ল্যাসের ফ্রেমে ফ্রেমে!
খুব খেয়ালী তুমি হেসে হেসেই-
উড়িয়ে দিলে অশান্তির পায়রা
সুদূর কোন নীলগগনের হাওয়ায়।
ফেরাতে সেই বিলীন হাসির রেখা
মুছে ফেল সকল ভেদাভেদ;
এই ক্ষণে আজ ভিজিয়ে রেখ-
জলপাত্রে তোমার গাঁথা মালা
ফের বিজয়ে পড়তে হাসি মুখে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *