কবিতা-
সংশয়
কলমে-মাহফুজা পারভীন মনি
অকারণে আমি প্রাণ খুলে কাঁদি
জীবনের সবটুকু হাসি আনন্দ
অন্তরে লুকিয়ে রেখে।
আমি তো কাঁদি না, কাঁদে আমার চোখ
কাঁদে এ পোড়া অন্তর,,,,
নিজের সম্মুখে একাকী দাঁড়িয়ে আমি দেখতে পাই,
জীবনে নেমে আসা শ্মশানের মতো সুবিশাল নির্জনতা।
ব্যথায় কাঁদিনি কখনো,,,
কেঁদেছি বেদনার মহা সুখে।
তিলতিল করে বেড়ে ওঠা সবটুকু আনন্দ উল্লাস
অকারণে হারিয়েছি অমাবস্যার ঘোর অন্ধকারে
তবুও দুঃসাহস বুকে নিয়ে, এক প্রতিকার চেয়েছি।
কতোটুকু মৃত্যু চাও,, কতোটা বেদনার মহিমা
আমি মৃত্যুর চেয়েও বেশি কিছু দিতে পারি তোমার জন্য
তবুও সংশয় রেখ না মনে…..
একটি ভয়াবহ মৃতদেহ কতটা মর্মাহত করবে,,?
কতোটা কাঁদাবে বলো,,,,?
আমি তার চেয়েও কাঁদতে জানি।
তবুও সংশয় রেখ না মনে….
আমি দুঃসাহস নিয়ে এক প্রতিকার পুষেছি
একাকার হয়ে যাওয়া, সেই অশ্রুজল
ব্যাবধান ভেঙে নেমে আসা, সেই মৃত্যুর উৎস
গ্রাস করেছে এ জীবনে….
বোঝে না নিজেকে, নিজে শুধু জন্মের ভাষায়
মৃত্যুর ভাষায় লিখে যাই জীবনের নাম।