কবিতা :-
সুখের স্বপন
কলমে :- দুর্গা শংকর বন্দ্যোপাধ্যায়
নীহারিকা, কোলকাতা, ভারত।
তারিখ:- ১৫/০৯/২০২২
বারণ কেন,
যেতে যদি চাই
স্বপনের সুখ, যাক না।
বিনিদ্র রাতই কাটুক তোমার ভাবনায়;
স্বপন, নিষ্প্রয়োজন।
চিন্তা চেতনায় ঘুরে ফিরে আসুক
স্মৃতির ঝাঁপিতে বন্দী ওরা চার বন্ধু
বঞ্চনা, যন্ত্রনা, দুঃখ-বেদনা।
মুখবন্ধ করেই আছি আমি শত্রুহীন।
দমবন্ধ তো হয়নি,
এরাই থাকুক,হাসুক-খেলুক,
মাতুক চিরসাথী-সুহৃদ।
সহ্য করার মন্ত্র জানি,
শিখেছিলাম অমিত অত্যাচারে,
প্রতিবাদের পুরস্কারে,
প্রহারে-বিহারে,
অমূল্য এই জীবন ভরে;
প্রতিবন্ধী ছিলাম, এখন মৌনমুখ।
পাহাড় ডিঙিয়ে আলোর পারে
যাবার একটায় সঙ্গী, অন্তিমশয্যা।
হা হা হা, কোথায় তাড়া,
নীলকন্ঠ পাখি দেখেই বিজয়া দশমী হবে সারা।