কবিতা-
*স্বপ্নের মৃত্যু*
কলমে-নাজমুল হুদা পারভেজ
চিলমারী,কুড়িগ্রাম।
আমি স্বপ্নকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি
অথচ স্বপ্ন স্বপ্নই থেকে গেছে।
স্বপ্নের সিঁড়ি বেয়ে অনেক উপরে
নীল আকাশকে স্পর্শ করতে চেয়েছি,
হঠাৎ কালো মেঘ গুলো-
কোথা থেকে উড়ে এসে
আমাকে আকাশ ছুঁতে দেয়নি।
এখন স্বপ্নের কল্পনা গুলো
শাখা প্রশাখা ছড়িয়ে হৃদয়ের গভীরে
যেখানে ভালোবাসার ঘর থাকে
সেখানে শিকড়ে শিকড় জড়িয়ে
অদ্ভুত এক ভূতরে পরিবেশের সৃষ্টি করেছে,
এখন ঝিঁঝি পোকারা সেখানে বসবাস করে।
আমি এখনও বেঁচে থাকতে চাই-
আমার স্বপ্নেরা আবারও আকাশ ছুঁতে চায়।
কিন্তু সিঁড়ির উপরে সিঁড়ি রেখে আরও উপরে
আকাশের নীল সমুদ্রকে স্পর্শ করতে পারি না,
বার বার কালো মেঘে ঢাকা পরে আমার আকাশটি।
========