☆ জনতার সিন্ডিকেট ☆
কলমে- আবু তাহের
দ্রব্য মূল্যের উর্ধ্ব গতি, জনতার বেতাল বেহাল দশা,
আয়ের গতি বাড়ছে না যে, না খেয়ে বাড়ছে শুধু কষা।
আধা খেয়ে, মাদা খেয়ে, তাদের চো চো করছে পেট,
তাইতো তারা পণ করেছে তারাও এক গড়বে সিন্ডিকেট।
তেলের বদলে জল খাবে, ভাতের বদলে খাবে শুধু খুদ,
কুমড়া দিয়ে বেগুনীর এক রেসিপি, শিখেছে অদ্ভুত।
আদা রসুন মসলাপাতি, কিনবে না আর ঝাঁঝ পেঁয়াজ,
রান্নায় শুধু একটুখানি ছোঁয়া দিবে, বৌয়ের কথার ঝাঁঝ।
মাছ-মাংস আর ডিম না কিনে, পঁচিয়ে ফেলবে সব,
আমজনতার মুখে মুখে এমন কথাই করছে কলরব।
তেল সাবান শ্যাম্পু দিয়ে করবে না আর গোসল,
পানির দাম বেশী হলেও সমস্যা কি? আছে চোখের জল।
নিত্য যত পণ্য আছে আধা আধা কিনবে শুধু নিত্য,
যেমন করে চিঁপে চেপে শুকিয়ে শুকিয়ে বানায় আমসত্ব।
হেঁটে হেঁটে পথ চলবে, তেল সিন্ডিকেট তেলেই ডুবে মর,
খুশি ধরে না, ধরে না, সঞ্চয়ে সঞ্চয়ে উঠবে ভরে ঘর।
অন্ধের কাছে ট্রেনিং নিয়ে চলা শিখে, বিদ্যুৎ করবে সাশ্রয়,
জনতা জোট বেঁধেছে সিন্ডিকেটকে দিবে না আর প্রশ্রয়।
অফিস সময় আধা হয়েছে বেতনটাও হলো বুঝি আধা,
মোল্লার দৌড় মসজিদ পর্যন্তই, জনতা বোধহীনতার গাধা।