ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল স্থানীয় তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় হলরুমে গত শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মুন্না রায়ের সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা সোমা বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাজী জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস, এম রেজাউদ্দিন রাজু, মহিলা আওয়ামীলীগ নেত্রী সাবেক কাউন্সিলর শাবানা বেগম, স্থানীয় নারী ইউপি সদস্য হেনা বেগম, সাবেক সদস্যা রাবেয়া বেগম, কমলা বেগম, সন্ধ্যা রানী সিনহা, শামছুন্নাহার বেগম, রাধাবতী দেবী ও কবিরুন বেগম।