ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৫টি ইউনিয়ন কমিটি ও ১টি পৌরসভা কমিটি বিলুপ্ত করা হয়েছে। গতকাল ২৮ সেপেটম্বর বুধবার বিকাল ৪টায় শমশেরনগর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভায় এসব শাখা কমিটি বিলুপ্ত করা হয়। কমলগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাসেল মতলিব তরফদারের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক শাহজাহান মানিক। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শফিউল আলম উজ্জ্বল, কমলগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জ্যোতির্ময় দেব। বর্ধিত সভায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার, পতনউষার, শমশেরনগর, আলীনগর, আদমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শাখা কমিটি ও কমলগঞ্জ পৌরসভা কমিটি বিলুপ্ত ঘোষণা করে দ্রুত এসব ইউনিয়ন ও পৌরসভায় নতুন কার্যকরী কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়। এছাড়া রহিমপুর, মাধবপুর, ইসলামপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটিকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়। সভার ২য় পর্বে মাহমুদুর রহমান আলতাকে আহবায়ক ও আব্দুল কাদির সাজু, মখলিছুর রহমান, ইমরান আহমেদ, আবুল কালামকে যুগ্ম আহবায়ক এবং সুজন পালকে সদস্য সচিব করে শমশেরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নতুন আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জাতিসংঘ এ্যাওয়ার্ড প্রাপ্তিতে আনন্দ মিছিল বের করা হয়। কমলগঞ্জ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রাসেল মতলিব তরফদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।