কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জের পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারে একটি মোদী দোকানের উপরের চাল কেটে ভেতরে প্রবেশ করে চুরি করে সংঘবদ্ধ চোরচক্র। বুধবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে গোবিন্দ পালের দোকানে এই চুরি সংঘটিত হয়।
জানা যায়, চোরচক্র গোবিন্দ পালের মোদী দোকানের ঘরের ওপরের চাল কেটে ভেতরে প্রবেশ করে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক গোবিন্দ পাল বলেন, চোর চক্র নগদ ৯০ হাজার টাকা, মোবাইলফেনের রিচার্জ কার্ডসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে গেছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের মাঝে এ চুরির ঘটনাটি নিয়ে সন্দেহ রযেছে। ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর রহমান গাজী ঘটনাস্থল পরিদর্শণ করেন। এসআই আব্দুর রহমান গাজী বলেন, ঘটনাটি সন্দেহজনক ও পরিকল্পিত বলে মনে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি জানান।