কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, সফল রাষ্ট্রনায়ক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের আয়োজনে ফজল চারা বিতরণ ও রোপন করা হয়েছে। রবিবার(২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনব্যাপি এ চারা বিতরণ ও রোপন করা হয়।
উপজেলার ইসলামপুর, আদমপুর, আলীনগর, মাধবপুর, কমলগঞ্জ পৌরসভা, মুন্সীবাজার ও পতনউষার ইউনিয়নে ২ হাজার ফলজ চারা বিতরণ করেন যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক বিআরডিবি সভাপতি ইমতিয়াজ আহমেদ, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল ও তৌফিক আহমেদ বাবু, আসীদ আলী, অবনী কুমার সিংহ, মোস্তাফিজুর রহমান, জহির আলম নান্নু, আলাল আহমেদ, তাজউদ্দীন আহমদ, শাহীন আহমেদ, ধীরেন্দ্র কুমার, বাবুল আহমেদ, সাজ্জাদুর রহমান, বদরুল ইসলাম ও শহীদ আহমদ প্রমুখ।