কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলিক সাক্ষরতা প্রকল্পের ইউনিয়ন ভিত্তিক গণজমায়েতের আওতায় ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে এই পুরুস্কার বিতরণ করা হয়। শুক্রবার সকাল ১০ টায় পৌরসভার হলরুমে উপজেলার ৯টি ইউনিয়নে এক যুগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মৌলিক সাক্ষরতা প্রকল্পের সুপারভাইজার জগদিশ এর পরিচালনায় উদ্বোধন করেন পৌর কমিশনার আনোয়ার হোসেন। শমশেরনগর ইউনিয়ন প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় উদ্বোধন করেন ইউপি সদস্য শেখ রায়হান ফারুক। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেহেনা বেগম।
একযোগে উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩শ’টি শিখন কেন্দ্র থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে ১২০ জন শিক্ষার্থীকে পুরুস্কার হিসেবে মাথাপিছু ৬টি করে মেলাইমান প্লেইট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *