ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার ::
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শহীদনগর বাজারস্থ ভাই ভাই ভেরাইটিজ স্টোর এন্ড কম্পিউটার নামীয় দোকানের সামনের রাস্তা থেকে ৬ রাউন্ড গুলিসহ চীনের তৈরী ১টি রিভলবার, ২ রাউন্ড গুলিসহ ১টি শর্টগান এবং ১টি অটোরিক্সাসহ (মৌলভীবাজার-থ-১২-২১৫২) ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা। আজ ১০ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পে আনুষ্ঠানিক প্রেসব্রিফিংয়ে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের এএসপি মাঈন উদ্দীনের নেতৃত্বে র্যাব সদস্যরা উল্লিখিত আগ্নেয়াস্ত্র, গুলি ও অটোরিক্সাসহ এদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের আব্দুল মছব্বিরের পুত্র সোয়েব আহমদ (২২) ও একই ইউনিয়নের তারাপাশা গ্রামের মৃত: শওকত আলীর পুত্র জুনায়েদ মিয়া (২৮)। র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় অবৈধ অস্ত্র কেনা-বেচার সাথে জড়িত বলে স্বীকার করেছে বলেও প্রেসব্রিফিংয়ে জানানো হয়। গ্রেফতারকৃত মোঃ জুনায়েদ মিয়ার বিরুদ্ধে রাজনগর থানার মামলা নং- ০২, তাং ০৩/০৮/২০১৬ইং, জিআর- ১২৩/১৬ এবং জিআর- ৫২/০৫ বিজ্ঞ আদালতে বিচারাধীন। প্রেসব্রিফিংকালে গ্রেফতারকৃত সোয়েব ও জুনায়েদকে উদ্ধারকৃত আলামতসহ কমলগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন ছিল।