ইশরাত জাহান চৌধুরী, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের ৪ কর্মকর্তা-কর্মচারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গতকাল ৩১ জুলাই সোমবার দুপুরে। স্বাস্থ্য পরিদর্শক অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরীর পরিচালনায় ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সাজেদুল কবিরের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ একে এম শামসুদ্দীন, জেলা সিনিয়র শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন ও জেলা ইপিআই সুপারভাইজার মো: শাহ্ আলম। বিদায় সংবর্ধিত কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হক, সহ-স্বাস্থ্য পরিদর্শক সুনিল শীল, ফার্মাসিস্ট অনন্ত পাল ও অফিস সহায়ক চেরাগ আলী। বক্তব্য রাখেন সহ-স্বাস্থ্য পরিদর্শক আনজুমান আরা বেগম, এমটি ইপিআই আশরাফুল আলম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক সুজিত রঞ্জন পাল, স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান, জুনিয়র স্বাস্থ্য সহকারী আহমদ আলী, সিএইচসিপি আব্দুর কাইয়ূম ও সিএইচসিপি মইন উদ্দিন আহমদ। সার্বিক সহযোগীতায় ছিলেন স্বাস্থ্য সহকারী ও জেলা স্বাস্থ্য বিভাগীয় নেতা তোফায়েল আহমদ, পরিমল রায়, স্বাস্থ্য সহকারী রামকৃষ্ণ পাল, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রাসেল চৌধুরী, স্বাস্থ্য সহকারী মো: শামছুল হক ও অফিস সহায়ক ঠান্ডা মিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *