খাদেমুল ইসলাম পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে স্ট্রোক করে শরিফুল ইসলাম (৩০) নামে এক পাথরশ্রমিকের মৃত্যু হয়েছে। করতোয়ায় নদীতে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্য বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের নিজবাড়ি আবদার মোড় নামক স্থানে করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের নিজবাড়ি বাসিন্দা আমিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খাওয়া-দাওয়া শেষে নদীতে নুড়িপাথর উত্তোলন করছিলেন শরিফুল। বিকেলের দিকে নুড়িপাথর তুলতে ডুব দিতেই পানিতে ডুবে যান তিনি। এ সময় পানিতে লাফালাফি শুরু করলে পাশে থাকা তার বড় ভাই রহিম ও দলের অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এব্যাপারে দেবনগর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো; সোলেমান আলী পাথরশ্রমিক শরিফুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। খাদেমুল ইসলাম প্রতিনিধি ০১৭৭০৮৭৬৯৯৫