স্টাফ রিপোর্টার
করোনা ভাইরাসের জন্য সাবধানতা হিসাবে এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ভুরুঙ্গামরী হাট ও বাজার স্থানীয় পাইলট হাই স্কুল মাঠে স্থানান্তর করতে কাজ করছে উপজেলা প্রশাসন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন,উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম,অফিসার ইনচার্জ আতিয়ার রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ,সদর ইউপি চেয়ারম্যান একেএম মাহমুদুর রহমান রোজেন ও ভুরুঙ্গামারী প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক।পরে স্থানান্তরিত বাজারে সব্জি বাজারের উদ্বোধন করা হয়। ইউএনও ফিরুজুল ইসলাম জানান,করোনা পরিস্থিতি নির্মুল না হওয়া পর্যন্ত এই হাটবাজার চলবে।