মশি উদ দৌলা রুবেল : পবিত্র রমজান ২০২১ উপলক্ষ্যে এবং মহামারী করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আর্থিক অনুদান ও মানবিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী,মাননীয় সংসদ সদস্য,২৭৯ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)। উপস্থিত ছিলেন জনাব হোসাইন মোঃ আবু তৈয়ব চেয়ারম্যান, উপজেলা পরিষদ,ফটিকছড়ি। উপস্থিত ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি। এতে সভাপতিত্ব করেন সকলের প্রিয় পরিশ্রমী ও সততার পথিক সুযোগ্য উপজেলা নির্বাহি অফিসার জনাব মোঃ সায়েদুল আরেফিন ফটিকছড়ি, চট্টগ্রাম। এসময় আরোও উপস্থিত ছিলেন মিসেস জেবুন নাহার মুক্তা,মহিলা-ভাইস-চেয়ারম্যান উপজেলা পরিষদ,ফটিকছড়ি। জনাব অ্যাডভোকেট ছালামত উল্লাহ চৌধুরী শাহীন,ভাইস-চেয়ারম্যান, উপজেলা পরিষদ,ফটিকছড়ি। জিসান বিন মাজেদ সহকারী কমিশনার ভূমি, ফটিকছড়ি চট্টগ্রাম। ও জনাব আলহাজ্ব ইসমাঈল হোসেন মেয়র, ফটিকছড়ি পৌরসভা । প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল হোসেন ফটিকছড়ি, চট্টগ্রাম। এতে আরোও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধাসহ সরকারের বিভিন্ন দপ্তরপ্রধানরা। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন জনাব মোঃ নাসির উদ্দিন চৌধুরী। এছাড়া, মাননীয় এমপি মহোদয় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ৫৫ বান্ডিল টিন বিতরণ করেন, ২০ টি মাদ্রাসায় এতিমদের জন্য খেজুর বিতরণ, পরিবহণ শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ এবং জনসচেতনতায় মাস্ক বিতরণ করেন। অনুষ্ঠান পরবর্তীতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা এবং উপজেলা কোভিড প্রতিরোধ কমিটির সভা মুক্তিযোদ্ধা জহরুল হক হলে অনুষ্ঠিত হয়।