মো: নাজমুল হুদা মানিক ॥ শুধু ব্যবসা নয়, সেবার মানসিকতা নিয়ে গড়া “আখালিয়া হেলথ্ সেন্টার লিমিটেড”। করোনা ভাইরাস আতংকের সময় আখালিয়ায় হেলথ্ সেন্টার লিমিটেড স্বাস্থ্যসেবায় সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। আখালিয়া হেলথ্ সেন্টার লিমিটেড চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক সেলিম জানান, আমাদের ফুলবাড়ীয়ায় মানসম্মত স্বাস্থ্য সেবার অঙ্গীকার নিয়ে গড়ে উঠা একটি প্রতিষ্ঠান। একুশ জন স্বপ্নবাজ মানুষের একটি উদ্যোগ এটি। এই সেন্টারে যে কোন চিকিৎসা পরামর্শ, যে কোন স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ, এম্বুলেন্স সার্ভিস সহ বিভিন্ন সুবিধা চালু রয়েছে। পরম করুণাময় সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।