এস.এম হোসাইন আছাদ, জামালপুর ॥
জামালপুর সদরের শাহবাজপুরের ৬নং ওয়ার্ডে সদরের সাংসদ মোজাফ্ফর হোসেন সিআইপির পক্ষে ত্রাণ বিতরণ করলেন তারই ব্যাক্তিগত সহকারি সাইফুল ইসলাম রাহাত। ৩ এপ্রিল শুক্রবার সকালে ৬নং ওয়ার্ডের দক্ষিন কৈডোলা পটলপাড়া নুরানী কিন্ডার গার্ডেন মাদ্রাসা মাঠে ১০৬ জনের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
সাইফুল ইসলাম রাহাত বলেন- আপনার আমার প্রাণের নেতা, বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সাংসদ আলহাজ ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন মহোদয়কে জরুরী কাজে ঢাকায় চলে যেতে হয়েছে। করোনা ভাইরাসের কারণে আপনাদের কথা চিন্তা করে আমাকে রেখে গেছেন। আপনারা যারা করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পরেছেন, অসহায় হয়ে পরেছেন তাদের যেন খাদ্যের অভাব না হয় সে দিকে লক্ষ্য রাখতে। তাই আজ আমি আপনাদের মাঝে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। তিনি আরো বলেন- আওয়ামী লীগ সরকার, জনগণের সরকার। জনগনের দুর্ভোগের কথা চিন্তা করে দেশের সকল স্থানেই অসহায়-অস্বচ্ছল ও কর্মহীনদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের প্রানপ্রিয় নেত্রী আওয়ামী লীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যেন আপনাদের পাশে সবসময়ই থাকতে পারে। সেই সাথে আমাদের নেতা জামালপুর সদরের নৌকার মাঝি সাংসদ মোজাফ্ফর হোসেন সিআইপির জন্য দোয়া করবেন, তিনি যেন আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে পারেন।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো- চাল ৪ কেজি, ডাল হাফ কেজি, আলু ১কেজি, লবন হাফ কেজি, সাবান ১টা ও ১০০০ পিস মাস্ক। ত্রাণ বিতরণকালে জামালপুর সদর উপজেলা যুবলীগের সদস্য মো. জাকির হোসেন, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শামীম আকন্দ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়ামত আলী মেম্বার, সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম নুরু, ওয়ার্ড মেম্বার আব্দুল ওয়াদুদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি মোস্তফা আকমলসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।