মমিনুল ইসলাম বাবু কুড়িগ্রাম :
করোনা ভাইরাসের আঘাত আর অন্যদিকে কাজ না থাকায় অভাব অনটন লেগেই আছে গরিব অসহায় দিনমজুর মফিজুলের। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ভাগ্য জোঠেনি ত্রান।
সরে জমিনে গিয়ে জানা যায় , কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বানিরখামার গ্রামের বাসিন্দা মৃত কাচুয়া শেখের ৩য় পুত্র মফিজুল ইসলাম (৩৮) ৩ ছেলে ও ১ মেয়েকে নিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে দিন কাঠছে মফিজুল মিয়ার সংসার । নেই কোন আবাদি জমি সারাদিন অন্য জমিতে কাজ করতো করোনার কারণে কাজে যেতে পারছেনা মফিজল মিয়া। কোন খোঁজ খোবর নেননি চেয়ারম্যান ও মেম্বারা ।
মফিজুল মিয়া কান্না জনিত বলেন ,করোনা ভাইরাসের কারনে কাজও তেমন চলে না । সুদের উপরে টাকা নিয়ে কোন রকমে ছেলে মেয়েদের কে নিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি ভাগ্য জোটে নি ভিজিডি কার্ড, রেশন কার্ড ও এাণ । ছোট ছেলে মো: আলহাজ¦ প্রায় (২ ) বছর সন্তাননের জন্য চেয়ারম্যান মেম্বারা যতœ প্রকল্পের নাম নিলেও তা তালিকায় নাই ।সরকারে কাছে আকুল আবেদন আমার বাচ্চাদের দেখি যেন দেখে ।
এ ব্যাপারে ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমানকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি ।