শেখ সাইফুল ইসলাম কবির:
করোনার প্রভাবে বাগেরহাটের মোড়েলগঞ্জে ১০০ তম বারুণী স্নানোৎসব ও ধর্মীয় মহামেলা স্থগিত করা হয়েছে।

শ্রীধাম লক্ষীখালীর গদিনশীন সেবাইত ও বাংলাদেশ মতুয়া মহসংঘের মহাসচিব সাগর সাধু ঠাকুর গতকাল শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

শ্রীশ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের ২০৯ তম আবির্ভাব লগ্ন, চৈত্রের মধূকৃষ্ণা তিথি অনুযায়ী আগামী ২৪, ২৫ ও ২৬ এপ্রিল লক্ষীখালীতে মতুয়া ভক্তদের ১০০ তম মেলা অনুষ্ঠিত হবার কথা ছিল।

মতুয়াচার্য্য সাগর সাধু ঠাকুর বলেন, তিথি অনুযায়ী স্নান চলবে। তবে উৎসাবের সাথে নয়। স্ব-স্ব বাড়িতে মঙ্গল ঘটের জল দিয়ে সঙ্গনিরোধ অবস্থায় সকল মতুয়া ভক্তরা নিশানসহ স্নান করে নিবেন। প্রতিবছর এখানে ভারত, নেপাল, ভুটানসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মতুয়া ভক্তসহ নানা ধর্মের প্রায় ৩ লাখ লোকের সমাগম ঘটে। মতুয়া ভক্তরা পূণ্য লাভের আশায় একযোগে স্নান করেন।

মতুয়া ভক্তদের পূর্ন তীর্থ স্থান গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি বারুনী স্নানোৎসবের ১৫ দিন পরে প্রতিবছরের ন্যায় মোড়েলগঞ্জের শ্রী ধাম লক্ষিখালীতে শ্রী শ্রী গোপালচাঁদ সাধু ঠাকুরের আশ্রমে এ বারুনী স্নান ও ধর্মীয় মহা মেলা অনুষ্ঠিত হয়।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে শত বছরের ঐতিহ্যবাহী এ মেলা এ বছর স্থগিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *