কলকাতা প্রতিনিধি
আজ ৭ই মার্চ ২০২৪ কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হল ছড়াসম্রাট প্রয়াত ভবানী প্রসাদ মজুমদার মহাশয়ের স্মরণ সভা | অনুষ্ঠানের আয়োজক আবৃত্তি কন্ঠ ( কর্নধার জলি বিশ্বাস )| সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সংহতি সাহিত্য পরিবারের সম্পাদক বিন্দাস ভার্গব | আবৃত্তি কন্ঠের এই স্মরণ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানী প্রসাদ মজুমদারের পত্নী পদ্মা মজুমদার ,কবি অজয় চক্রবর্ত্তী , সংহতি পরিবারের সহ সভাপতি সমর ভদ্র , উৎপল ধারা গায়িকা পুষ্পিতা বসু গুহ ,সংহতি পরিবারের সহ সম্পাদিকা শুচিতা গাঙ্গুলী , বাচিক শিল্পী সেলভিসা সেন আমরা দশভুজার সাহিত্য গ্রুপ এর প্রধান উপদেষ্টা শুভাশিষ সরকার , সভাপতি শ্রাবনী ঘোষ , সম্পাদিকা কৃষ্ণা চক্রবর্ত্তী | কবি জয়দীপ চট্টোপাধ্যায় |