মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম সদর প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউপিতে অবস্থিত কাঁঠালবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে প্রতি বছরের ন্যায় এবছরেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
কাঁঠালবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিবন্ধী দের খেলাধুলা, পুরষ্কার বিতরনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শনিবার সকালে স্কুল চত্বরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহম্মদ আলী মাস্টার এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের জমিদাতা সৈয়দ আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে করিম রুবেলসহ আরো অনেকেই।
সভাপতি প্রতিবন্ধী শিশুদের যত্ন নেয়ার আহবান জানিয়ে উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, তারা বিভিন্ন কলাকৌশল ও মেধার মাধ্যমে প্রমান করেছে তাঁরা পরিবারের অথবা সমাজের বোঝা নয়।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০০৮ইং সাল থেকে প্রতিবন্ধী স্কুলটির পথচলা শুরু হয়।