মারুফ সরকার , সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ কাজিপুরে গান্ধাইল ইউনিয়নের টিকরাভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ তাঁর বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কর্তৃক শিক্ষার্থীকে বেত্রাঘাতের কারণ জানতে চাওয়ায়, শিক্ষিকার ভাইয়েরা বিচার না দিয়ে উল্টো প্রধান শিক্ষককে মারধোর করেছে বলে অভিযোগ উঠেছে।
পৃথকভাবে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কাজিপুর থানায় দেয়া অভিযোগে জানা গেছে,টিকরাভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামসুনাহার গত ২৮ আগষ্ট ১ম শ্রেণীর ছাত্র হাবিব কে বেদম মারপীট করে। এ ঘটনায় প্রধান শিক্ষক আব্দুল মজিদ ছাত্র হাবিবকে মারার কারণ জানতে চাইলে শিক্ষিকা শামসুন্নাহার ক্ষুব্দ হয়ে বিষয়টি তাঁর বাবা ও ভাইদের কে জানায়। পরে গত ১ সেপ্টেম্বর সকাল ১০ টায় শামসুন্নাহারের বাবা সাবেক সভাপতি আব্দুস সালাম ও ভাইয়েরা স্কুল ক্যাম্পাসে অনাধিকার প্রবেশ পূর্বক প্রধান শিক্ষক আব্দুল মজিদ কে বেদম মারপীট করে। এসময় তাঁর চিৎকার চেচামেচিতে প্রতিবেশীরা এগিয়ে আসলে আব্দুস সালাম রা পালিয়ে যায়। এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুস সালামকেমূঠোফোনে কথা বললে তিনি ঘটনাটি উদ্দেশ্যে প্রনোদিত বলে উল্লেখ করেন।